বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সমাবেশে খালেদা জিয়া এ দাবি করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে গত মঙ্গলবার বলেছিলেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কেননা, তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়াকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশ স্বাধীন করেছেন। পাকিস্তানের শৃঙ্খল থেকে আরেক দেশের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছেন? আপনাদের আবার জেগে উঠতে হবে।’ সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাধীনতায় অবদান রাখায় বিদেশিদের সম্মাননার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, বিদেশিদের এমনভাবে সম্মাননা দেওয়া হয়েছে তাতে মনে হয়েছে বাংলাদেশের মানুষ যুদ্ধই করেনি।