বিমানের কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিষ্ঠানটি বন্ধ হলে সবাইকে চাকরি হারাতে হবে, তাই লাভে আনার কোনো বিকল্প নেই।’ বৃহস্পতিবার বিমানের চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ সংযোজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা পর্যায় এসেছিল, বিমান বন্ধ করে দেয়ার পর্যায়। তাই যদি লাভজনক না হয় বিমান টিকবেই না। বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে কি হবে- আপনারা ভালো করেই জানেন। সকলকে চাকরি হারাতে হবে। সকলকে বসে যেতে হবে। সে কথা মনে রেখে বিমান যাতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় সেজন্য যথাযথভাবে আপনারা কাজ করবেন, সেটাই আমরা চাই।’
বিমানের নিজস্ব কার্গো ব্যবস্থা থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজেদের কার্গো নেই। বিমানকে লাভজনক করতে হলে কিছু কার্গো বিমান কেনা দরকার। বিদেশ থেকে আর ভাড়া করতে হবে না।’
এ সময় যাত্রী সেবার মান বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন উড়োজাহাজ নিয়ে নতুন প্রেরণায় বিমান নতুন নতুন গন্তব্যে সার্ভিস সমপ্রসারণ করবে। আমরা অবকাঠামোগত উন্নয়ন করে দিচ্ছি। কিন্তু সেবার মানটা বাড়িয়ে বিমানের নিরাপত্তার দিকটা আরো শক্তিশালী করা দরকার।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশীদ আলম চৌধুরী এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ডে ড্যানি লুইজ, বিমানের পরিচালনা পর্ষদের এমডি জামাল উদ্দিন প্রমুখ