চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. মজিব (৪০)। তিনি হাজীগঞ্জ রেলস্টেশনের পাশে একটি বস্তিতে থাকতেন। তার বাড়ি নেত্রকোনায়।
জানা যায়, গতকাল বুধবার রাতে শাহীনের দেড় হাজার টাকা দামের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে যায়। মোবাইলটি ট্যাংক থেকে উদ্ধারের জন্য পরিচ্ছন্নতাকর্মী মজিবকে খবর দেয়া হয়। সকালে মজিব ট্যাংক থেকে মোবাইল ফোন তুলতে গিয়ে ভেতরে পড়ে যায়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।