আমার নির্বাচন করার ইচ্ছা ছিলনা। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে নির্বাচন করতে হয়েছে। এ মন্তব্য বিরোধীদল নেতা রওশন এরশাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে ভবিষ্যতে আর কখনও নির্বাচন না করারও ঘোষণাও দেন রওশন।