ভিনদেশী পতাকা বহনে বারণ

0
156
Print Friendly, PDF & Email

বাংলাদেশের দর্শকরা অন্য  কোন দেশের সমর্থন জানাতে সেই দেশের জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। এমনটাই নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।  বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্যালারিতে জাতীয় পতাকা আইন মেনে চলতে বিসিবিকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন জাতীয় পতাকা আইন মেনে চলা হয় সেই বিষয়ে সরকার আমাদের নির্দেশ দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে, আমরা বাংলাদেশী হয়ে অন্য দেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছি। এটা জাতীয় পতাকা আইনের পরিপন্থি।’
অন্যদিকে মাঠে আনা দর্শকদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ২১শে মার্চ পাকিস্তান-ভারত ম্যাচ শেষ হতেই দর্শকদের মধ্যে এই নিয়ে অলোচনা শুরু হয়। তারা সেদিনই মাঠে এসে জানতে পারেন কোন বাংলাদেশী অন্য দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। তবে অন্য দেশের সমর্থকরা নিজ নিজ দেশের পতাকা  নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন- এটাতে কোন বাধা নেই। মাঠে আসা এক দর্শক বলেন, ‘আমরা আইনটি আগে থেকে জানতাম না। এ কারণে সঙ্গে পতাকা নিয়ে এসেছিলাম। তবে এসে দেখলাম পাকিস্তান আর ভারতের নাগরিকরা ছাড়া মাঠে বাংলাদেশীদের হাতের অন্য পতাকা রেখে দেয়া হচ্ছে।’

শেয়ার করুন