মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল ৬টায় রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের প্রতি ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় বেঁজে ওঠে করুন সুর।
পরে তিন বাহিনীর একটি চৌকোস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড ও অনার প্রদর্শন করেন।
পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এর পর স্পিকার, ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন