গ্রহণযোগ্য হবে না কারও কাছেই

0
108
Print Friendly, PDF & Email

দফায় দফায় উপজেলা নির্বাচনের প্রক্রিয়ায় প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত অনিয়ম ও হানাহানি বৃদ্ধির যে প্রবণতা, তা যে পঞ্চম দফায়ও অব্যাহত থাকবে, সে কথা এখন বলে দেওয়া সম্ভব নয়। পঞ্চম দফার নির্বাচন অন্য রকমও হতে পারে। কেমন হবে তা দেখার বিষয়।
তবে নির্বাচনের ব্যাপারে মৌলিক বিষয় হলো—নির্বাচন সুষ্ঠু না হলে তা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সাধারণ মানুষের কাছেও না, রাজনৈতিক দলগুলোর কাছেও না। এ ধরনের অগ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে সৃষ্ট স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পরিষদ কখনোই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এভাবে নির্বাচন হলে নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সেটা হবে গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ একটি বিষয়। নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা না থাকলে গণতান্ত্রিক শাসনপদ্ধতি কার্যকর হতে পারবে না। বিষয়টি রাজনীতিকদের গভীরভাবে ভেবে দেখা দরকার।

শেয়ার করুন