প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুব কুরেইশির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। বাসস বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। শেখ হাসিনা বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া অতীতের কোনো সরকার এভাবে নির্বাচন কমিশন গঠন করেনি। তারা নিজেদের পছন্দের কমিশন গঠন করত।’ সভায় ভারতের সাবেক সিইসি ৫ জানুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাবেক সিইসি বলেন, ‘ভারতীয় উপমহাদেশের এক বিলিয়ন ভোটার সব সময়ই বৈশ্বিক গণতন্ত্রের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে আসছে।’ এ অঞ্চলের দেশগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে কুরেইশি বলেন, ‘এ সাফল্য বিস্ময়কর’।