উর্মিলার বাবা নেই, তাই মায়ের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছে। একজনকে ভালোবাসে সে, কিন্তু মা সেটা জানে না। কিন্তু হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় উর্মিলার সেই মানুষটি মারা গেলে, একসময় উর্মিলা জানতে পারে তার গর্ভের তারই প্রেমিকের সন্তান। কে নেবে ভালোবাসার এই দায়?
কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হকের এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার দায়’। এটি পরিচালনা করেছেন সিকদার ডায়মন্ড।
গত সপ্তাহে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। নাটকটিতে উর্মিলার বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। এছাড়া উর্মিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিরীন আলম।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে উর্মিলা বাংলামেইলকে বলেন, ‘পরিচালক ডায়মন্ড শিকদার ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। নাটকটির স্ক্রিপ্ট শোনেই আমি কাজটি করতে রাজি হই। অনেক ভালো লেগেছে কাজটি করতে। আশাকরি দর্শকদেরও অনেক ভালো লাগবে।’