মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

0
177
Print Friendly, PDF & Email

মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ নিয়ে দেশটির নতুন প্রেসিডেন্টের সংশয়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কর্মকর্তারা একথা জানান। প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামীনের এক মিত্র গতকাল শনিবারের এ নির্বাচন পেছানোর দাবিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তার ওই আবেদনে বলা হয়, প্রয়োজনীয় লোকবল না থাকায় নির্বাচন কমিশনের সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করার সামর্থ নেই। নির্বাচন কমিশন কর্মকর্তা আইশাথ রীমা এএফপিকে বলেন, ‘নির্বাচন পেছানোর ব্যাপারে আদালতের কোন সিদ্ধান্ত না থাকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’ রীমা জানান, স্থানীয় সময় সকাল আটটায় দেশব্যাপী ভোট গ্রহণ  শুরু হয়েছে এবং একটানা বিকেল চারটা পর্যন্ত তা চলবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশীদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি এগিয়ে থাকলেও কোন একক দল সরকার গঠন করতে পারবে কিনা সেব্যাপারে পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ ‘অমান্য’ করায় ৯ মার্চ নির্বাচন কমিশনের প্রধান ও তার সহকারিকে বরখাস্ত করা হয়। এ অবস্থায় নির্বাচন কমিশন ৮৫ আসন বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা করতে পাবে কিনা তা নিয়ে ইয়ামীন প্রশ্ন তোলেন। কারণ, নির্বাচন কমিশনের পাঁচটি পদের দু’টিই শূন্য। উল্লেখ্য, এ নির্বাচনে মোট ৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন দেশটিতে শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের আহবান জানিয়েছেন।

শেয়ার করুন