আগামী ২৫ মার্চ দুবাই আসছেন ‘ক্লোজ আপ ওয়ান’-এর সেরা দশ তারকা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এনটিভি ও অপশন গ্রুপের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তারা দুবাই আসবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘ক্লোজ আপ ওয়ান ২০১২’-এর সেরা দশ তারকা মঙ্গলবার দুবাই আসবেন। পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুবাইয়ের বিখ্যাত মুভেনপিক হোটেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে ২৭ মার্চ ক্লোজ আপ তারকারা দেশে ফিরবেন। উক্ত অনুষ্ঠানে তিন শতাধিক আমন্ত্রিত অতিথিসহ বাংলাদেশ ও আমিরাতের সম্মানিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে মঙ্গলবার দুপুরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ অপশন হোটেলে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ক্লোজ আপ তারকা লায়লা, সোহাগ, টুটুল, কেয়া, সিঁথি, রিতুরাজ, জান্নাত, শেফালি ও বাবু দুবাই গালা সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করতে দুবাই এসেছিলেন।