বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং৷ ঘরের মাঠ বারমেড়ে দল তাঁকে নির্বাচনী টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসাবেই আজ বারমের থেকে মনোনয়নপত্র জমা দিলেন যশবন্ত সিং৷ যশবন্তের বিজেপি ছাড়ার সিান্ত নিয়ে গত ক’য়েকদিন ধরেই জল্পনা চলছিল৷ যশবন্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন যশবন্ত৷ বিজেপির গোষ্ঠী কোন্দলের আভাস কিছুদিন আগেই মিলেছিল, যখন বারাণসী কেন্দ্র থেকে দীর্ঘদিনের প্রার্থী মুরলি মনোহর যোশীকে সরিয়ে নরেন্দ্র মোদিকে প্রার্থী করার সিান্ত নিয়েছিল বিজেপি শীর্ষনেতৃত্ব৷ বিষয়টি নিয়ে প্রকাশ্যে এসেছিল মোদি-মুরলি দ্বৈরথও৷ আর এবার বিজেপির টিকিট রাজনীতির শিকার যশবন্ত সিং৷ ক্ষুব্ধ যশবন্ত আগেই জানিয়েছিলেন, প্রয়োজন হলে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচন লড়বেন তিনি৷ আজ সেই সিান্তের চূড়ান্ত ঘোষণা করলেন তিনি৷ তবে একা যশবন্ত নন, দীর্ঘদিন জিতে আসা কেন্দ্র বা পছন্দের এলাকায় টিকিট না পেয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর চটেছেন দলের আরও সাত শীর্ষস্থানীয় সাংসদ৷ এরা প্রত্যেকেই আদবানি-ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে৷ বিজেপিরই এক সূত্র জানিয়েছে, টিকিট রাজনীতির শিকার হচ্ছেন কিন্তু ওই আদবানি ঘনিষ্ঠরাই৷ আদবানি নিজে তাঁর পছন্দের এলাকা থেকে টিকিট পেতে সমর্থ হলেও দলে আদবানি সমর্থকরা তা পাচেছন না৷ ফলে বিজেপির অন্দরে ক্রমশঃ জোরদার হচেছ মোদি শিবির আর আদবানি শিবিরের লড়াই৷ একদিকে যখন দেশে ‘কমলা ঝড়’ বইছে বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব, তখনই একের পর এক বিজেপি নেতা প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দলের বিরুদ্ধে৷