বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন তারা উপজেলা নির্বাচনের ফলাফল জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা এতদিন শুনেছি কাজের বিনিময়ে খাদ্য। অথচ এখন দেখছি দখলের বিনিময়ে বিজয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের ফলাফল সরকার দলীয়রা জোর করে ছিনিয়ে নিয়েছে। আর এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বিএনপি তা পুনরুদ্ধার করেছে।
এসময় বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান নজরুল ইসলাম খান।