১৩ ঘণ্টা পর চাঁদপুরের পথে ট্রেন চালু

0
382
Print Friendly, PDF & Email

চাঁদপুর স্টেশনের সহকারী মাস্টার মারুফ হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে শহরের মিশন রোড এলাকা দিয়ে যাওয়ার পথে একটি লোকাল ট্রেনের বগি কাত হয়ে পড়ে এবং চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়।

ফলে চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর-কুমিল্লা ও চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাকসাম রেলওয়ের পরিদর্শক (ট্রাফিক) মাসুদ সারওয়ার জানান, সোমবার ভোর থেকেই দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হয়। লাইন মেরামত শেষে সকাল ১০টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।  

এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

লাকসাম রেলের পরিদর্শক মাসুদ সারওয়ারকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অপর সদস্যরা হলেন- সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার, সহকারী প্রকৌশলী (সিগন্যাল) মহসিন মল্লিক, এসএসএই/সিডিআর মোস্তবা হোসেন এবং এসএসএই/আইসি/এলআর নূর মোহাম্মদ।

প্রকৌশলী লিয়াকত বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এই রেলপথটি ট্রেন চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে লাইনের সংস্কার প্রয়োজন। এ কারণে ট্রেন চালকদের সবসময় গতি কিছুটা কম রেখে চলাচল করতে বলা হয়েছে।”

শেয়ার করুন