মন্ত্রী-এমপিদের দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজনে সেল গঠন

0
153
Print Friendly, PDF & Email

সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিসহ প্রভাবশালীদের দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজন হলে আলাদা সেল গঠন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মাসিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান ।

সচিব বলেন, ‘তথ্য ও উপাত্ত পেলে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক।’

এসময় তিনি গণমাধ্যমকে নারী সংসদ সদস্যদের বিষয়ে তথ্য জানা থাকলে তা দুদককে দেয়ার জন্য অনুরোধ করেন।

সচিব জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুদকে অভিযোগ এসেছে ১৪২৬টি। যাচাই বাছাই করে কমিশন অনুসন্ধানের জন্য ২২৬টি অভিযোগ গ্রহণ করে। আইনগত ব্যবস্থা  গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগে পাঠানো হয়েছে ৫২টি অভিযোগ।

মামলা দায়েরের অনুমোদন দেয়া হয় ৩৯টি অভিযোগ। চার্জশিট দাখিল হয়েছে ৮৬টি। চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার অনুমোদন দেয়া হয় ৭৬টি। মামলা নিষ্পত্তি হয় ১৬টি। সাজা হয়েছে ৪টি মামলায়। আসামিরা খালাস পেয়েছেন ১২টি মামলায়।

শেয়ার করুন