১১ উপজেলায় চলছে বিএনপির হরতাল

0
161
Print Friendly, PDF & Email

চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল, হামলা, ব্যালট বাক্স ছিনতাইসহ অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে তিন জেলার ১১ উপজেলায় স্থানীয় বিএনপি ডাকে হরতাল চলছে। রোববার ভোটগ্রহণ চলাকালে সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে নেতারা এসব কর্মসূচি ঘোষণা করে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলাগুলোর মধ্যে রয়েছে-বরিশালের আগৈলঝাড়া, চুয়াডাঙ্গার জীবননগর, ভোলার তজুমদ্দিন, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ, বটিয়াঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া।

হরতালের কারণে ওইসব এলাকায় সোমবার সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতানসমূহ। এদিকে হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতাল চলাকালে সকাল থেকে এখনো পর্যন্ত বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

শেয়ার করুন