চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল, হামলা, ব্যালট বাক্স ছিনতাইসহ অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে তিন জেলার ১১ উপজেলায় স্থানীয় বিএনপি ডাকে হরতাল চলছে। রোববার ভোটগ্রহণ চলাকালে সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে নেতারা এসব কর্মসূচি ঘোষণা করে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলাগুলোর মধ্যে রয়েছে-বরিশালের আগৈলঝাড়া, চুয়াডাঙ্গার জীবননগর, ভোলার তজুমদ্দিন, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ, বটিয়াঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া।
হরতালের কারণে ওইসব এলাকায় সোমবার সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতানসমূহ। এদিকে হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতাল চলাকালে সকাল থেকে এখনো পর্যন্ত বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।