গজারিয়া থানার ডিউটি অফিসার এ এস আই শাহানুর আলম জানান, সোমবার সকালে বাউশিয়া ইউনিয়নের মাঝিকান্দি ও মধ্যেরকান্দিতে দুই দফায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার উপজেলায় নির্বাচনের চতুর্থ ধাপে গজারিয়ায় রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকদের হামলায় নিহত হন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান।
এই উপজেলায় সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারায় ৯ কেন্দ্রে ভোট বাতিল করা হয়।