পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের জামায়াত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসেইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ৪৮৮৯৭ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ২৭,৬৯২ ভোট। এর মধ্যে মাসুদ সাঈদী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২১০৭৭ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী পেয়েছেন ৬৬১৫ ভোট। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ফায়জুল কবীর তালুকদার ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহিদা বেগম নির্বাচিত হয়েছেন।
গতকালের নির্বাচনে জিয়ানগর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে পিরোজপুর সদরসংলগ্ন পাড়েরহাট ইউনিয়নের ৫টি কেন্দ্রে আওয়ামী লীগ ভোট কাটলেও অন্য দু’ইউনিয়নে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।
উল্লেখ্য, গতকাল রোববার পিরোজপুর জেলার ৪ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত পিরোজপুর সদরের প্রার্থী এলিজা জামান ও মঠবাড়িয়ার প্রার্থী রুহুল আমীন দুলাল আওয়ামী লীগ প্রার্থীর কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।