রাজবাড়ীতে ২ আ’লীগ নেতার লাশ উদ্ধার

0
463
Print Friendly, PDF & Email

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের দুই নেতাকে দুর্বৃত্তরা হত্যা করে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের মাছপাড়া বাসস্ট্যান্ডের পাশে ভাগবিষ্ণোপুরের একটি ইটভাটার কাছে খাদে ফেলে গেছে। পাংশা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মহবত হোসেন দুলাল (৫২) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব কামাল ফিরোজ (৫১)। নিহত দুজনই প্রথম শ্রেণীর ঠিকাদার। বিগত পাঁচ বছর তারা কুষ্টিয়ার এলজিইডিসহ বিভিন্ন বিভাগের ঠিকাদারি কাজ করেছেন।
তাদের উভয়ের বাড়ি খোকসা উপজেলার সমেশপুর গ্রামে।
পুলিশ ধারনা করছে ,পূর্ব শত্র“তার জেরে তাদের হত্যা করা হয়েছে। লাশ দুটির মাথায় গুলি এবং মুখ লাল স্কসটেপ দিয়ে আটকানো ছিল।
গতকাল রাত ১১টার দিকে এ দু’জনকে কুষ্টিয়ার সমশাপুর বাজার এলাকা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।পুলিশ ও এলাকাবাসীর ধারনা, দুর্বৃত্তরা রাতেই তাদের হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে চলে যায়।
নিহতদের মোটর সাইকেলটি সমেশপুর রাস্তার পাশে পরে ছিল

শেয়ার করুন