ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড.সাইফুল ইসলামের মৃত্য \ ক্যাম্পাসে শোকের ছায়া

0
150
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিৰক ও সাবেক বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ সাইফুল ইসলাম গতকাল চিকিত্‍সাধীন অবস্থায় ইনত্মেকাল করেছেন৷ জানা গেছে, ড. সাইফুল ইসলাম দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রানত্ম ছিলেন৷ গতকাল এ রোগের চিকিত্‍সাধীন অবস্থায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুস হাসপাতালে ইনত্মেকাল করেন৷ মৃতকালে তার বয়স হয়েছিল ৫০ বছর৷ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একজন সুনামধর্মী ও বিজ্ঞ শিৰক হিসেবে পরিচিত ছিলেন এবং এ বিভাগের একজন সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন৷ সভাপতির দায়িত্ব পালনকালে তিনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রানত্ম হয়ে পরেন৷ পরে তিনি সভাপতির পদ থেকে অব্যহতি নেন৷ গতকাল তার এ অকাল মৃত্যতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া৷ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিৰক শিৰার্থীরা তাদের প্রিয় শিৰককে হারানোর বেদনায় অশ্রম্নসিক্ত হয়ে পড়ে৷ তার এ অকস্মিক মৃত্যতে আগামীকাল আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন তার বিভাগে শোকদিবস ঘোষনা করেছেন৷ প্রফেসর ড. সাইফুল ইসলামের মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, আরবী ভাষা সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, ইবি শিৰক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, সাধারন সম্পাদক প্রফেসর ড. হারম্নন-উর- রশিদ আসকারী, ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, সাধারন সম্পাদক প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, গ্রীন ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ানসহ সকল বিভাগের ডিন ও সভাপতিবৃন্দ৷

শেয়ার করুন