নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে দিনের বেলায় গভীর নলকূপ চালানোর অভিযোগে একই গ্রামের দুটি গভীর নলকূপের বিদু্যত্ বিচ্ছিন্ন করে দিয়েছে নওহাটা পল্ল্লী বিদু্যত্ অফিস কর্তৃপক্ষ৷ বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে গভীর নলকূপ গুলোর আওতাধীন প্রায় ৪’শ বিঘা জমিতে রোপনকৃত ইরি-বোরো ধানে সময় মত পানি সেচ দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা৷
জানা যায়, জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির খোদ্দনারায়নপুর মৌজার গভীর নলকূপ জে-এল নং-৩২৪ দাগ নং-১৩৬ এবং একই মৌজার জে-এল নং-৩২৪, দাগ নং ৬৫২ গভীর নলকূপে গত শনিবার সন্ধায় হঠাত্ করে পলি্ল বিদু্যত্ নওহাটা অফিসের লোকজন গিয়ে ওই দুটি গভীর নলকূপের বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়৷ ফলে ওই দুটি গভীর নলকূপের আওতাধীন প্রায় ৪ শত বিঘা ইরি-বোরো ধানের জমিতে পানি সেচর অভাবে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা৷ গভীর নলকূপ দুটির আওতাধীন কয়েকজন কৃষক জানান, ইরি-বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে এসে বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন করার কারনে গভীর নলকূপ বন্ধ হয়ে পড়ায় আমরা জমিতে পানি সেচ পাচ্ছি না এবং পানির অভাবে শেষ সময়ে এসে সার দিতে না পাড়ায় ধানের ফলন নিয়ে আমরা কৃষকরা দিশেহারা অবস্থার মধ্যে রয়েছি৷ এসময় দুজন কৃষক ক্ষোভের সাথে প্রতিবেদককে জানান, আমাদের জমির ধান গামরে বসেছে এসময় ঠিকমত পানি সেচ দিতে না পারলে ধানের ফলন বিপর্যয় ঘটবে এবং আমরা ব্যাপক ক্ষতির শিকার হব৷ এসময় কয়েকজন কৃষক আক্ষেপ করে বলেন, এ ক্ষতির দায় নিবে কে আপারেটর না বিদু্যত্ অফিস৷ এ বাপারে ওই দুটি গভীর নলকূপের অপারেটর রাব্বানী ও আশরাফ আলীর সাথে যোগাযোগ করলে তারা জানান, আমরা দীর্ঘদিন ধরে বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর হিসেবে দায়ীত্ব পালন করে আসছি এবং চলতি মৌসুমেও দায়ীত্ব পালন কালে আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাত্ করে নওহাটা পল্ল্লী বিদু্যত্ অফিসের লোকজন বিদু্যত্ বিচ্ছিন্ন করে দেয়৷ তারা আরও জানান, কি কারনে আমাদের নলকূপের বিদু্যত্ বিচ্ছিন্ন করা হয়েছে তা আমাদের জানানো হয়নি৷
এ ব্যাপারে নওহাটা পল্ল্লী বিদু্যত্ অফিসের ইনচার্জ মাসুদ করিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিদু্যত্ বিচ্ছিন্নর কথা শিকার করে তিনি জানান, সরকারী নিয়ম মোতাবেক রাত ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদু্যত্ চালিত গভীর নলকূপ ও অগভীর নলকূপ চালানোর নিয়ম থাকলেও ওই গভীর নলকূপের অপারেটররা সরকারী নিয়ম নিতির তোয়াক্কা না করে পরিচালনা করায় তাদের বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷#