একটি সেতুই বদলে দিতে পারে নওগাঁর মান্দা উপজেলার উন্নয়নের চিত্র

0
205
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রসাদপুর খেয়াঘাটে একটি সেতু নির্মাণ হলে বদলে যেতে পারে মান্দার উন্নয়নের চিত্র৷ ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং অফিস-আদালতে যাওয়া-আসার সময় লাঘব হবে৷ চিত্রে এই বাঁশের সেতুটি শুধু খরা মৌসুমে ৪-৫মাস মানুষ যাতয়াত করতে পারে৷ ভরা বর্ষা মৌসুমে পারাপরের জন্য এই ঘাটে ঘন্টার পর ঘন্টা নৌকা পাবার আশায় বসে থাকতে হয়৷ সেতুটি নির্মাণ হলে সাতবাড়িয়া থেকে দেলুয়াবাড়ী পর্যন্ত রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাইপাস রোড হিসাবে প্রায় ১৫কি.মি. রাস্তা কমে যাবে৷ এবং যানযট থাকবেনা৷ নওগাঁ জেলার বৃহত্তর উপজেলা মান্দা প্রায় ৫লক্ষাধিক মানুষের বসবাস৷ এখানে একটিমাত্র উপজেলা নিয়ে সংসদীয় আসন৷ বৃহত্তম হাট-বাজার থাকার কারণে সবচেয়ে বেশী রাজস্ব আয় হয় এই উপজেলা থেকে৷ স্বাধীনতার চার দশকেও এই সেতুটি নির্মাণ না হওয়ায় জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ দল বদল হয় কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না৷ মূল দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচণের আগে সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ অবধি বাস্তবায়ন হয়নি৷ গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে যোগাযোগ মন্ত্রণালয় তড়িত্‍ ব্যবস্থা নিবেন এটাই মান্দাবাসীর প্রত্যাশা৷#

শেয়ার করুন