শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
হাকিমপুর উপজেলায় হিলির সাতকুড়ি রেলগেট এলাকার রাসত্মা পার হতে গিয়ে বালির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে৷ শনিবার রাত ৮টার দিকে সাতকুড়ি রেলগেটের ১৫০ গজ পশ্চিমে গোহাড়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে৷
নিহত রিপন হোসেন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মনি হোসেনের ছেলে এবং ডলি মডেল প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণীর ছাত্র৷ প্রত্যৰদর্শীরা জানান, রিপন সাতকুড়ি রেলগেট বাজার থেকে তার বাড়ি ফেরার সময় রাসত্মা পার হচ্ছিল৷ এ সময় হিলি থেকে মংলাগামী একটি বালির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রম্নত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই রিপনের মৃতু্য হয়৷ পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়৷ হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা এসএম আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷