কুমিল্লার বরুড়া উপজেলায় প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮০০ ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার শেষ রাতে শিলামুড়ী উত্তর ইউনিয়নের পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ’লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের (আনারস) সমর্থকরা প্রিজাইডিং অফিসার ফখরুদ্দিনকে একটি কক্ষে তালাবদ্ধ করে এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় এখনও পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকায় দ্রুত ভোটগ্রহণ শুরু করার দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলামের সাথে এ ব্যাপারে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।