জেলার চরজৈনকাঠি শালিহিয়া মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বত্তরা।
রোববার সকালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন শুরুর আগে এ ঘটনা ঘটেছে।
প্রিজাইডিং অফিসার উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, সকালে নির্বাচন শুরুর আগে প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপার ও বক্স ভাগ করে দেয়া হচ্ছিল। এ সময় সরকার দলের কয়েক জন তাকে অবরুদ্ধ করে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা করে। পরে তিনি বিষয়টি থানায় জানান।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানার এসআই মেহেদি ওই কেন্দ্রে এসে ব্যালট পেপার উদ্ধার করেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থি সাহাদৎ হোসের মির্জা অভিযোগ করেন, কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সরকার দলীয় দুর্বৃত্তরা সব ভোট প্রদান করেছে।