জনসমর্থনহীন হয়ে অস্ত্র ও প্রশাসনের সহযোগিতায় বর্তমান অবৈধ সরকার ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কারামুক্তি উপলক্ষে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন ছাড়া গায়ের জোরে প্রশাসনের সহযোগিতায় ক্ষমতায় এসে বর্তমান সরকার নির্যাতক, নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দেলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, দেশ আজ দু:সময় অতিক্রম করছে। যে সরকারের জনসমর্থন থাকে না, তারা হয় নির্যাতক ও নিপীড়ক।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতোমধ্যেই তারা আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের মিথ্যা-বানোয়াট মামলায় আটক করে কারাগারে প্রেরণ করেছে। সুলতান সালাহউদ্দিন টুকুকে সরকারের নির্দেশে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে খালেদা জিয়ার বহর থেকে আটক করে ৫ মাস কারাগারে অন্তরিন রেখেছিল। তিনি বলেন, আমরা সরকারকে এ নিপীড়নের পথ থেকে সরে আসার আহ্বান জানাই। সঙ্গে অবিলম্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতেও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।