ভোট শুরুর আধা ঘণ্টায় ২৮৭৮ এর মধ্যে ১৮০০ ভোট কাষ্ট

0
143
Print Friendly, PDF & Email

আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই হাজার ৮৭৮টি ভোটে মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে।

রোববার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান (আনারস) কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই হাজার ৮৭৮টি ভোটে মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বাংলামেইলকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন