বাঙ্গালীরা নিন্দা ভালবাসে

0
204
Print Friendly, PDF & Email

বাঙ্গালীরা অন্যের নিন্দা করতে ভালোবাসে। কিন্তু মানুষের ভালো গুণগুলো দেখে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব হল রুমে ‘লেখালেখি সাহিত্য প্রকাশ’ আয়োজিত কবি আল মাহমুদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যদি জ্ঞানীদের মূল্যায়ন ও সম্মান করি তাহলে তারা এগিয়ে যাবে আর সেই সাথে নতুন সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা জ্ঞানীদের মূল্যায়ন করতে জানি না। তারা মারা গেলে আমরা তাদের সম্মাননা দেই, তা ঠিক নয়। আমাদের উচিৎ তারা জীবিত থাকতেই সম্মাননা প্রদান করা। এতে তারা উৎসাহিত হবে।’

তিনি আরও বলেন, ‘লেখালেখিতে উৎসাহ দেওয়ার জন্য দুই একবার পুরস্কার দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পুরস্কার প্রদান বন্ধ না করে তা চালিয়ে যাওয়া উচিৎ তাহলে তারা আরো বেশি উৎসাহিত হবে।’

‘পোড়ামাটির জোড়া হাঁস’ ও সার্বিক মূল্যায়নের জন্য কবি আল মাহমুদকে এই সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে সাহিত্য পুরস্কার সভায় আরও বক্তব্য রাখেন কবি ও লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী, কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, কবি কে জি মোস্তফা, কবি আসাদ চৌধুরী, কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি আব্দুল হাই শিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

শেয়ার করুন