উপজেলা পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা এবং বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর এ চিঠি দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক বিফ্রিংয়ে সিইসির চিঠি দেওয়ার কথা জানান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
সারা দেশে চলমান উপজেলা নির্বাচন চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে থাকা নিয়ে সমালোচনা এবং তৃতীয় দফার নির্বাচনে সহিংসতার পর সিইসির এ চিঠি এল। কাল চতুর্থ দফায় ৯১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিঠিতে সিইসি আশা প্রকাশ করেন, ‘আগের নির্বাচনের মতো সহিংসতা যেন না হয়, সেই কামনা করছি। উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কথা নয়। কিন্তু দলগুলোর ভূমিকা প্রকাশ্য। দলগুলোর প্রধান কার্যালয় থেকে প্রার্থীকে উত্সাহ দেওয়া হচ্ছে। এজন্য সহিংসতা হচ্ছে।’
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে পুলিশের অতিরিক্ত আইজি, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারপ্রধানদের সঙ্গে কথা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন সিইসি। চিঠিতে তিনি বলেন, কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে গুলি করা হবে। কেউ কালো হাত বাড়ালে তা গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যায় করলে আইনের আওতায় আনা হবে। সহিংসতা হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে। প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তৃতীয় দফা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, এবার তা হবে না।
ওই চিঠিতে যুক্তরাষ্ট্রে সফরে থাকা সিইসি আরও বলেন, ‘দলগুলোর আচরণ নির্বাচনে সহায়ক নয়। আশা করি রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’