বিষ্ময়ের এই পৃথিবীতে প্রতিদিনই জন্ম নেয় বিষ্ময়কর নানা ঘটনা। এসব ঘটনার কোনোটি যেমন মানুষের মুখে এনে দেয় স্বর্গীয় হাসি আবার কোনো কোনো ঘটনা শেষতকও মানুষের বোধগম্য হয়ে ওঠে না। অতিপ্রাকৃতিক শক্তির অস্তিত্বেরই যেন জানান দিয়ে যায় এসব ঘটনাগুলো।
গত ১৭ মার্চ গাজীপুরের সুলতান হাসপাতালে ঘটে গেল অনেকটা এমনই এক ঘটনা। জন্ম-মৃত্যু হাসপাতালের একেবারে নিয়মিত একটি ঘটনা হলেও ১৭ মার্চ ওই হাসপাতালে জন্ম নেয়া শিশুটি আর সবার থেকে আলাদা। ওর জন্মে বদলে গেছে যেন গোটা হাসপাতালেরই গল্প।
দুটি হাত, দুটি কান, দুটি চোখ- সবকিছু ঠিকঠাক থাকলেও ফুটফুটে শিশুটির পা তিনটি। দু’ পায়ের মাঝ দিয়ে আরো একটি পা রয়েছে এ নবজাতকের। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিন পা নিয়ে জন্ম নেয়া বিরল এ শিশু সম্পর্কে চিকিৎসকরা বলেছেন, ‘অপারেশন করলেই ভালো হয়ে যাবে। সিনিয়র অধ্যাপকরা ইতোমধ্যেই তাকে দেখেছেন। চিকিৎসা চলছে।’
শিশুটির মায়ের নাম শিমু আক্তার (১৮)। তার স্বামীর নাম আসাদ। আসাদ বাংলামেইলকে জানালেন, এর আগেও একটি ছেলে সন্তান হয়েছিল তাদের। তবে জন্মের কিছু সময় পরেই মারা যায় ছেলেটি।
আসাদের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারিতে। থাকেন গাজীপুরের বোর্ড বাজারে।