অমিতাভ-শাহরুখ-ক্যাটদের নিয়ে টানাটানি!

0
124
Print Friendly, PDF & Email

ভারতে আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারে বলিউড তারকাদের নিয়ে রীতিমতো টানটানি শুরু হয়েছে।অমিতাভ-শাহরুখ-ক্যাটদের নিয়ে টানাটানি!
ক্যাটরিনা কাইফ (বায়ে), অমিতাভ বচ্চন (মাঝে) ও শাহরুখ খান। ফাইল ছবি।

দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের গ্ল্যামারকে ভোটের প্রচারে কাজে লাগাতে চেষ্টা করছে কংগ্রেস, বিজেপি ও সমাজবাদী পার্টি। অমিতাভ, শাহরুখ, আমিরকে নানা মহল থেকে এ ব্যাপারে প্রস্তাব ও ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে গুঞ্জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বি, শাহরুখ বা আমির খান ঘনিষ্ঠ মহলে এই প্রস্তাবের কথাও জানিয়েছেন বলে মুম্বাই সূত্রে খবর পাওয়া গেছে। জানা গেছে, সর্বোচ্চ স্তরের রাজনীতিবিদদের সঙ্গে বলিউডের সুপারস্টারদের ঘনিষ্ঠতাকেই কাজে লাগাতে চাইছে কংগ্রেস, বিজেপি। প্রচারে নামতে পারেন ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, জুহি চাওলার মতো নায়িকারাও।

এতে বলা হয়েছে, তবে কোন দলের হয়ে কে প্রচার করবেন, তা বলা দুষ্কর। এদিকে থেকে পিছিয়ে থাকতে চাইছে না মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি বা শিবসেনা। অন্যদিকে, বাংলায় দেবের হয়ে প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিতের মতো তারকাও। মুনমুন সেন, সন্ধ্যা রায় যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন, তেমনই রাজ্যে বাপি লাহিড়ী বা বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে গ্ল্যামার ওয়ার্ল্ডকে প্রাধান্য দিয়েছে বিজেপিও।

সংবাদ প্রতিদিন বলছে, অমিতাভ বচ্চন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷। দু’দিন আগেই গুজরাট সরকারের কাজ নিয়ে তার শুটিং বাতিল করতে হয়েছে নির্বাচন কমিশনের আপত্তিতে। অমিতাভের সঙ্গে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। আবার অমিতাভ-জয়া বচ্চনের সঙ্গে মুলায়মেরও সখ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জয়া বচ্চন এখন রাজ্যসভার এমপি। তবে জয়া বচ্চন প্রচারে থাকতে পারবেন কি না, এ ব্যাপারে নিশ্চয়তা মেলেনি। শনিবার দুপুর পর্যন্ত অমিতাভ, শাহরুখ বা আমির কার হয়ে প্রচারে নামবেন, তা চূড়ান্ত হয়নি বলেই খবর। অন্যদিকে, শাহরুখ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বন্ধু। মুম্বইয়ে শাহরুখের টিম কলকাতা নাইড রাইডার্সের খেলা দেখতে বক্সে হাজির ছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। সেদিক থেকে রাহুল শাহরুখকে প্রচারে নামতে বললে বাদশা প্রস্তাব ফেরাতে পারবেন না বলেই ধারণা।

এতে বলা হয়েছে, আমির খানও আবার কংগ্রেসের একটি মহলের যথেষ্ট ঘনিষ্ঠ। কংগ্রেস বলিউডের গ্ল্যামারকে কাজে লাগাতে নাগমাকে মিরাট থেকে প্রার্থী করেছে। মুম্বাইয়ে এবারও প্রার্থী হয়েছেন সুনীল দত্তের কন্যা প্রিয়া। বিজেপি আবার পাটনা সাহিব থেকে শত্রূঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। প্রার্থী হয়েছেন কিরণ খের, স্মৃতি ইরানিও।

প্রতিবেদনে বলা হয়েছে, ভানুরেখা গণেশনকে কংগ্রেসের প্রস্তাবে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তাকেও প্রচারে নামার প্রস্তাব দেওয়া হতে পারে। যদিও অন্য মনোনীত সদস্য শচীন টেণ্ডুলকারকে প্রচারে পাওয়া যাবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গেছে। শচীন প্রাথমিকভাবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর।

এতে বলা হয়েছে, বলিউডের পাশাপাশি ক্রিকেট দুনিয়ার গ্ল্যামারকেও কাজে লাগাতে মরিয়া কংগ্রেস, বিজেপি। কংগ্রেস উত্তরপ্রদেশের ফুলপুর থেকে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে প্রার্থী করেছ।৷কাইফ আবার তার হয়ে প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন টেণ্ডুলকারকে আমন্ত্রণ জানিয়েছেন। মহম্মদ আজহারউদ্দিনকে কংগ্রেস প্রার্থী করেছে রাজস্হানের সোয়াই মাধেপুরা থেকে। বিজেপি-র প্রার্থী হচ্ছেন জাতীয় দলেরই প্রাক্তন কীর্তি আজাদ, নভজ্যোত্‍ সিং সিধু। সবমিলিয়ে এবারের ভোটে গ্ল্যামার ওয়ার্ল্ডের ঔজ্জ্বল্যকে কাজে লাগিয়ে ভোট-বৈতরণী পার হতে চাইছে রাজনৈতিক দলগুলি।

শেয়ার করুন