র্যা বের ওপর হামলায় মামলা

0
92
Print Friendly, PDF & Email

কক্সবাজারে বন্দুকযুদ্ধের সময় র‍্যাবের উপর মাদক ব্যবসায়ীর হামলা ও হত্যার দায়ে পৃথক ধারায় ৩টি মামলা হয়েছে। এ মামলায় নিহত মাদক ব্যবসায়ী নুরুল কবিরসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে র‍্যাব-৭ বাদী হয়ে অস্ত্র, মাদক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও হত্যার দায়ে পৃথক এ মামলাগুলো করে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, অস্ত্র, মাদক এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও হত্যার দায়ে পৃথক ধারায় ৩টি মামলা হয়েছে।

এছাড়া এ ঘটনায় অন্য পলাতক আসামি ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানায় ওসি।

বৃহস্পতিবার বিকেলে টেকনাফের স্থলবন্দরের নাফ নদীর জালিয়ারদিয়ায় বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ নিহত হন। এসময় একটি দেশিয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি বিদেশি পিস্তল, একটি খালি খোসা, ৩ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন