জনগণ আর বসে থাকবে না : খোকা

0
125
Print Friendly, PDF & Email

বিএনপি ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, “সরকারের অপশাসন, বাকশাল প্রতিষ্ঠার তীব্র বাসনার বিরুদ্ধে জনগন আর ঘরে বসে থাকবে না। যে কোন সময়ে জেগে উঠবে, রাজপথে নেমে এসে তাদের ন্যায় সংঙ্গত দাবি আদায় করে ছাড়বে।”

শুক্রবার বিকেলে রাজধানীর বংশাল থানা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল, ৭১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ জহির, ৭১নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক পারভেজ হোসেন এবং ছাত্রদল নেতা মোঃ চঞ্চলের বাসভবনে যান সাদেক হোসেন খোকা। সে সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির অভিযোগ অনুযায়ি, গত ৫ই জানুয়ারীর নির্বাচনের আগে পরে ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়া নেতাকর্মীদের মধ্যে কোতয়ালী-বংশাল থানা এলাকার-৪ ছাত্রদল নেতার পরিবারের স্বজনদের সান্তনা ও তাদের পরিবারকে সার্বিক সাহায্য সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এর আগে গত ৭ই মার্চ শুক্রবার সূত্রাপুর থানা ছাত্রদলের গুম ও নিখোঁজ হওয়া ৩ নেতার বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

এ সময় তাদের পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গেঁ পড়েন।

পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে সাদেক হোসেন খোকা বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই আওয়ামী সরকার দমন-পীড়ন ও জুলুম নির্যাতনের মাত্রা বহুগুন বাড়িয়ে দিয়েছে। তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, হত্যা, গুম, খুন করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য উম্মাদ হয়ে গেছে।

তিনি আরো বলেন, “জুলুম, নির্যাতন চালিয়ে জনগনের অধিকার আদায়ের আন্দোলনে বিরোধী নেতাকর্মীদের দমানো যাবে না। জনগন আওয়ামী সরকারের সকল তীব্র আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা ও তাদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রস্তুত রয়েছে।”

সাদেক হোসেন খোকা অবিলম্বে গুম ও নিঁখোজ হওয়া নেতাকর্মীদের দ্রুত সন্ধান লাভ ও ফিরিয়ে পাওয়া এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। এ সময় তার সাথে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে এস.এ সাহেদ মন্টু, আব্দুল কাদির, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, জাহিদ হোসেন নওয়াব, তাইজ উদ্দিন তাইজু, আশরাফুল আমীন, জহির উদ্দিন তুহিন, মোঃ সুজন, সনজিৎ দেব জনি, মোঃ রিমেল ও ওসমান গনি নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ছাত্রদলের এ নেতারা গত বছরের (২০১৩ সালের) ২রা ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিখোঁজ হন বলে অভিযোগ করে বিএনপি।

যাকা

শেয়ার করুন