এমন কিছু কথা আছে যেগুলো প্রথম ডেটিং এ অবশ্যই বলা যাবে না

0
184
Print Friendly, PDF & Email

প্রেমে পড়ে প্রথম ডেটিংয়ের দিন অনেকের মনেই তীব্র উত্তেজনা কাজ করে। উত্তেজনা বশত অনেকে তাদের কথার মধ্যে সামঞ্জস্য রাখতে পারেন না। সুতরাং, প্রথম ডেটিং এ যাওয়ার আগে আপনার কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। শুধু কি ধরণের পোশাক পরবেন এ প্রস্তুতি থাকলেই চলবে না, প্রেমিকার সামনে গিয়ে কি কি কথা বলবেন তারও একটা প্রস্তুতি থাকা প্রয়োজন। এমন কিছু কথা আছে যেগুলো প্রথম ডেটিং এ অবশ্যই বলা যাবে না। এ কথাগুলো বললে প্রথম ডেটিং-ই আপনার প্রেমের ইতি ঘটতে পারে।

– আমি তোমাকে ভালোবাসতে চাই।
– তোমার সমস্যা কি বল।
– আমাদের সুন্দর একটা সন্তান হবে।
– ওও, এটা খুবই অদ্ভূত।
– তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছ?
– আমার ডাক্তার আমাকে বলেছে ফোনে কথা না বলতে।
– আমি মনে করি, আমি তোমাকে ভালোবাসি।
– তোমাকে নার্ভাস দেখাচ্ছে।
– তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে।
– তুমি চাইলে আমার হাজবেন্ড/ওয়াইফের সঙ্গে মিশতে পারো।
– আমাকে ঝুলিয়ে রাখলে তোমাকে কষ্ট পেতে হবে।
– আমি তোমাকে কি পরিমাণ অনুভব করি তা বলে বোঝাতে পারবো না।
– এর আগে কত জনের সঙ্গে তোমার প্রেম ছিল?
– তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে।
– সবসময় তোমাকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে।
– তুমি আসলে আমার টাইপের না।
– তুমি কি কোন হোটেলে যেতে চাও?
– তুমি কি নিজেকে স্মার্ট মনে কর?
– আমি এখানে আর বসে থাকতে পারছি না, আমাকে যেতে হবে।
– সম্ভবত তুমি বেশি খাও।
– তুমি যে ধরণের বই পড় আমি ঐসব বই অপছন্দ করি।
– তুমি কয়দিন যাবত একা আছো?
– তুমি একজন ভালো মা হতে পারবে।
– আমার সাবেক প্রেমিক/প্রেমিকা সবসময় এ ধরণের কথা বলত…
– তোমার জীবনের সবচেয়ে খারাপ কাজ কোনটা?
– আমি সিরিয়াস কিছু চাচ্ছি না।
– আমি কি তোমার ডায়রি দেখতে পারি?
– হঠাৎ কান্নায় ভেঙ্গে পড়া…
– আমাদের অবশ্যই একসঙ্গে লম্বা কোন ভ্রমণে যাওয়া উচিত।
– আমি এই মুহূর্তে খাব না, কারণ একটু আগেই আমি একটা বার্গার খেয়েছি।
– তোমার জীবনে যা ঘটে গেছে তা নিয়ে তুমি কি ভাবো?

শেয়ার করুন