সরকার যা ইচ্ছে তাই করছে

0
160
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে আইনের শাসন না থাকায় সরকার যা ইচ্ছে তাই করছে।

সরকার ভাবছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শেষ করতে পারলেই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধংস করা যাবে। এ কারণে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, এই সরকার কোন সাংবিধানিক সরকার নয়। এ কারণে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম গঠন করা হয়েছে, আমরা তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবো।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা, সাবেক বিরোধী দলীয় চিপহুইপ এডভোকেট জয়নাল আবেদিন ফারুক প্রমুখ।

শেয়ার করুন