ইসিকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: রিজভী

0
152
Print Friendly, PDF & Email

নির্বাচন কমিশনের সব অনাচারের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচনে কারচৃুপির জবাব নির্বাচন কমিশনকে (ইসি) সময় মত ফেরত দেবে বিএনপি। উপজেলা চেয়ারম্যানের পদ ছিনিয়ে নেয়ার দায়িত্বও কমিশন গ্রহণ করেছে বলে মন্তব্য করেন  রিজভী। পৃথিবীর কান দেশে নির্দলীয় নির্বাচন হতে দেখিনি- প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে রিজভী বলেন, মিথ্যার বেসাতি করা দল আওয়ামী লীগের নতুন প্রদীপ সজিব ওয়াজেদ জয় তার দলের বৈশিষ্ট্য ধারন করে সব সময় বানোয়াট ও উদ্ভট কথা বলছেন। দিনে দুপুরে এতবড় বিভ্রান্তি কি করে করা হলো তা আমার জানা নেই। জয়কে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনার ভ্রান্তি দূর হবে। শুধু নির্দলীয় সরকার নয়, কিভাবে ভয়ঙ্কর রক্তাক্ত ও সহিংসতার চালিয়ে এবং জনগণকে জিম্মি করে নির্দলীয় সরকার আদায় করতে হয় সেটি পৃথিবীর আর কেউ না জানুক আপনার মা ভালো করেই জানেন। চলমান উপজেলা নির্বাচনে অবাধ, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অভিযান চালাচ্ছেন বটে তবে অস্ত্রধারীদের নয়, নিরস্ত্রদের বাড়িতে বাড়িতে। তিনি মোটেই অসত্য বলেন না, তবে সত্যকে একটু ঢেলে সাজান। চুতুর্থ দফা উপজেলা নির্বাচনের ফলাফল সরকার প্রশাসনের সহযোগিতায় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। 

শেয়ার করুন