কাবুলের বিলাসবহুল হোটেলে হামলা, নিহত ৯

0
136
Print Friendly, PDF & Email

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল সেরেনা হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামি জঙ্গি গোষ্ঠি হামলা চালায়। এতে চার হামলাকারীসহ নয় জন নিহত হন। এদের মধ্যে তিন নারী এবং দুই শিশুও রয়েছে। সন্ত্রাসী সংগঠন তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে কাবুলের পাঁচ তারা হোটেল সেরেনায় একদল বন্দুকধারী হামলা চালায়। তারা খদ্দের পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করে। তাদের আগ্নেয়াস্ত্র লুকানো ছিল তাদের মোজার মধ্যে। হোটেলে প্রবেশ করেই তারা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। এ সময় চার তরুণ হামলাকারীসহ নয় জন নিহত হন। এছাড়া দুই হোটেল কর্মচারী আহত হয়।

হামলার খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।তারা হোটেলটি চারপাশ থেকে ঘিরে রাখে।

হামলার সময় হোটেলটিতে প্রচুর বিদেশি অতিথি অবস্থান করছিলেন। হামলা চলাকালে হোটেলের আতঙ্কিত অতিথি এবং কর্মচারীরা বেসমেন্টে আশ্রয় নেন।

হামলা সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি বলেছেন, হামলাকারীরা সবাই ছিল তরুণ। তাদের বয়স বড়জোড় ১৮ হবে এবং তারা সবাই নিহত হয়েছে।

এ হামলার দায়িত্ব স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘এই হামলা এটিই প্রমাণ করে যে, আমরা চাইলে যে কোনো জায়গায় হামলা চালাতে পারি।’

প্রসঙ্গত, সেরেনা হোটেলটি কাবুলের অন্যতম নিরাপদ স্থান বলে পরিচিত। এটির প্রধান ফটকে রয়েছে মেটাল ডিটেকটর ব্যবস্থা।এছাড়া হোটেলে প্রবেশ করার সময় অতিথিদের নানাভাবে তল্লাসি করা হয়ে থাকে। তাই আফগানিস্তানে ভ্রমণকালে বিদেশিরা সাধারণতঃ এখানেই অবস্থান করে থাকেন।

শেয়ার করুন