‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন না’

0
159
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “আগামী পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না। হওয়ার প্রশ্নই আসে না। আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কর্মী ও মন্ত্রী হিসেবে বলছি, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।”

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, “ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), এদের কথা ও বিএনপি জামায়াতের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত শুরু করেছে। আমাদের কোনো বিজয়ের উল্লাস নেই। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে।”

মন্ত্রী বলেন, “বিদেশিদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমায় আসার চেষ্টা করা হচ্ছে। আর সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।”

আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

শেয়ার করুন