ধানের দাম ২০ টাকা এবং চাল ৩১ টাকা

0
110
Print Friendly, PDF & Email

চলতি বোরো মৌসুমে সরকারিভাবে কেজিপ্রতি ধানের দাম ২০ টাকা এবং চাল ৩১ টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিচালনা কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। কৃষকরা যাতে লাভবান হয় সেদিক বিবেচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আসছে ১ মে থেকে চার মাসে সরকার মোট ১০ লাখ টন চাল এবং দেড় লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। আর এ বছর প্রতিকেজি বোরো ধানের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১৭ টাকা, চালের খরচ পড়েছে সাড়ে ২৬ টাকা। এ বছর ১ এপ্রিল থেকে তিন মাসে সরাসরি কৃষকদের কাছ থেকে দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে। এজন্য কেজিতে ২৭ টাকা দাম পাবেন কৃষকরা।
তিনি জানান, এবার এক কোটি ৮৯ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আমন মৌসুমে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন বেশি।
এ সময় অন্যান্যের মধ্যে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর বোরো মৌসুমে ২৯ টাকা কেজি দরে বোরো চাল এবং সাড়ে ১৮ টাকা কেজি দরে ধান নির্ধারণ করা হয়েছিল। এ হিসেবে এ বছর গত মৌসুমের চেয়ে দুই ও দেড় টাকা বেশি।

শেয়ার করুন