রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মামলা: রিজভী

0
119
Print Friendly, PDF & Email

সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি চেয়ারপাসনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মামলা দেয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোতি এ মামলায় বেগম জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত ও রাজনৈতিকভাবে হেয় করতে এটি সরকারের কূটিল চক্রান্তের একটি অংশ।’
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে এ মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
তিনি আরো বলেন, ‘মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ গঠন করা হয়নি। সেদিন বেগম জিয়া আদলতে উপস্থিত ছিলেন অথচ অভিযোগ গঠনের বিষয়ে কোনো প্রস্তাব উত্থাপন করা হয়নি। এ বিষয়ে কোনো শুনানিও হয়নি। দোষী না নির্দোষ তাও জিজ্ঞেস করা হয়নি।’

শেয়ার করুন