আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিশাল ব্যাবধানে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা রুনা বিজয় লাভ করেছে৷ গতকাল সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৯টি ভোট কেন্দ্রের ৩৭টি বুথে এ ভোট গ্রহণ চলে৷
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩জন প্রার্থী৷ এর মধ্যে জগনাথপুর ইউনিয়ন পরিষদের নিহত চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমানের সহধর্মীনি ও বিএনপি মনোনিত প্রার্থী উম্মে সুমাইয়া রুনা তালা প্রতীক নিয়ে ৫হাজার ১শ ৮৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করে৷ তার নিকটতম প্রতিদন্দি আ’লীগ মনোনিত প্রার্থী আব্দুল্লা আল বাদশা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮শ ৬৫ ভোট৷ এছারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে খন্দকার আতিকুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ৯৫ ভোট৷ প্রতিদ্বন্দিতা করছেন৷ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো ১৪ হাজার ৪শ ৭৩ জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৪শ ৭৭ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৯শ ৯৬ জন৷
এর আগে শানত্মিপূর্ণ পরিবেশের মধ্যেদিয়ে বৃহস্পতীবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪টা পর্যনত্ম একটানা ভোট গ্রহণ চলে৷ ভোট গ্রহন সুষ্ঠ করতে মোতায়েন রাখা হয় ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যদের৷
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষক দলের থানা কমিটির সাধারণ সম্পাদ মুন্সি রশিদুর রহমান নিহত হয়৷ এর পর ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়৷