কুষ্টিয়ার খোকসায় নকল করতে বাধা দেওয়ায় তিন শিক্ষকের উপর ছাত্রদের হামলা

0
244
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ খোকসায় এসএসসি হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তিন শিক্ষককে পিটিয়েছে ছাত্ররা৷
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি’র হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে শোমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের স্থানীয় বালিকা বিদ্যালয় ভেনু্যর ৫ নম্বর কক্ষের কয়েকজন পরীক্ষার্থী অবজেক্টটিভ পরীক্ষার উত্তরপত্র বদলের চেষ্টা করে৷ এ সময় কর্তব্যরত শিক্ষক শামসুল আলম ছাত্রদের নকল করতে বাধা দেয়৷ এ ঘটনার সূত্র ধরে বেলা আড়াইটার দিকে একদল ছাত্র শোমসপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে শিক্ষক রেজাউল করিম, শামসুল আলম ও আনোয়ার হোসেনের উপর হামলা চালায়৷ স্থানীয় লোকজন শিক্ষকদের উদ্ধার করে৷ আহত সবাই ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক৷ তারা সবাই ৫ নম্বর হলে দায়িত্ব পালন করেছিল৷ এ ব্যাপারে মামলা হয়নি৷ তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে৷ হামলাকারীরা শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র৷
হামলায় আহত শিক্ষক রেজাউল জানান, পরীক্ষা হলে নকল করতে বাধা দেওয়ার জন্যই তাদের উপর এ হামলা হয়েছে৷ এ ঘটনার সাথে জড়িতদের বিচার না হলে আগামীতে শিক্ষকরা আর পরীক্ষা হলে ডিউটি করবেনা৷ তিনি অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি করেন৷
শিক্ষকদের উপর হামলার ঘটনায় শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আয়েন উদ্দিনের সাথে কথা বলা হলে তিনি বলেন, শিক্ষকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক৷ তবে ঘটনাটি ঘটেছে কেন্দ্রের বাইরে৷

শেয়ার করুন