কুষ্টিয়ায় আলামপুর ইউপি চেয়ারম্যান আকতারম্নজ্জামনকে গুলি করে হত্যার চেষ্টা \ সন্ত্রাসীদের মটরসাইকেল উদ্ধার

0
205
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আকতারুজ্জামন বিশ্বাসকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা৷ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা বটতৈল মীর জামে মসজিদের সামনে গুলির এ ঘটনা ঘটে৷ তবে অল্প থেকে প্রাণে রক্ষা পান তিনি৷ এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মটরসাইকেল রেখে পালিয়ে যায়৷ সংবাদ পেয়ে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, র্যাবসহ প্রশাসনের উচচ পর্যায়ে কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন৷ পুলিশ নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান আকতারুজ্জামনকে পুলিশ লাইনে নিয়ে আসেন৷ রাত সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেন৷ মিছিলটি পুলিশ লাইন থেকে থানা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পুলিশ লাইনে আবার ফিরে আসে৷ এ সময় বক্তরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কুষ্টিয়াকে অচল করে দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন৷ সন্ত্রাসীদের আগামীতে কুষ্টিয়াকে আর ঠায় দেয়া হলে প্রশাসনের বিরুদ্ধে সদর উপজেলা আওয়ামীলীগ ব্যবস্থা নেবে বলে হুশিয়ারী করে দেন৷ এ সময় বক্তব্য রাখেন, জিয়ারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাহা আলী বিশ্বাস, বটতৈল ইউনিয়নের সভাপতি ডাঃ মিজানুর রহমান, পৌর ৫ নং ওয়ার্ডের সভাপতি বাবুল হোসেন, হরিপুর ইউনিয়নের সভাপতি, আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগ, হরিণারয়নপুর ইউনিয়, আলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবিন্দ ৷ উল্লেখ্য চেয়ারম্যান দলীয় কার্যক্রম শেষে কুষ্টিয়া থেকে নিজ বাড়ি দহকোলায় যাওয়ার পথে সদর উপজেলা বটতৈল বটতৈল মীর জামে মসজিদের সামনে ৫টি মটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি করে৷ এ সময় তিনি আত্বচিত্‍কার দিয়ে মটরসাইকেল থেকে পড়ে যান৷ পরে সন্ত্রাসীরা ২০/২৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়৷ এ সময় সন্ত্রাসীরা তাদের মিশনে ব্যবহৃত একটি মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়৷ কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্দ জানাগেছে, আলামপুর ইউনিয়ন জুড়ে চরম আতংক বিরাজ করছে৷

শেয়ার করুন