আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে সুষ্ঠ ও শানত্মিপূর্ণ পরিবেশে৷ আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যনত্ম বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে৷
রির্টানিং অফিসার ও কুমারখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা আবু আনসার বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে উম্মে সালমা পারভীন রুনা তালা প্রতীকে, আব্দুল্লাহ আল বাকী বাদশা আনারস প্রতীকে এবং প্রতীক খন্দকার দোয়াত কলম প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছে৷ এই ইউনিয়নের মোট ১৪ হাজার ৪’শ ৭৩ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ২৭টি বুথে ভোট প্রদান করবেন৷ গত ৮ই ডিসেম্বর কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমান দুবর্ৃত্তদের গুলিতে নিহত হলে চেয়ারম্যান পদ শূন্য হয়৷
নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরা জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ ভোট গ্রহন সুষ্ঠ করতে মোতায়েন রাখা হয়েছে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যদের৷