আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় ডিসি কোর্ট ঘেরাও কর্মসূচীতে কোর্টের প্রধান ফটকে পুলিশ বাধা প্রদান করে৷ এসময় বিএনপির নেতাকর্মীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে স্মারক লিপি প্রদান করে৷ এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ মিছিলটি আটকে দিলে প্রধান ফটকের সামনে সমাবেশ করে৷ পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদাউসের নিকট একটি স্মরক লিপি প্রদান করে৷ এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহিদুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুতুব উদ্দিন আহমেদ, এমএ শামীম আরজু, এ্যাড.কুতুবুল আলম নতুন, এসএম ওমর ফারুক৷ এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মেহেদী রুমী বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে সরকার বুঝতে পেরেছে জনগন তাদের সাথে নেই৷ আর এ কারেন উপজেলা নির্বাচনে প্রশাসনকে ব্যাবহার করে ভোট কারচুপি, জাল ভোট প্রদান, কেন্দ্র দখলসহ ভোট ডাকাতির মহা উত্সবে নেমেছে তারা৷ ইতিহাসে অন্যায়-নির্যাতন চিরদিন পরাজিত হয়েছে৷ নির্যাতন করে এই সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না৷ সরকার দেশব্যাপী গুম ও হত্যার পাশাপাশি মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে৷ তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে৷ সেই সাথে স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান এবং গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে৷ এই সংগ্রামে জনগণের বিজয় হবে এই সংগ্রামে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হবে৷