কুষ্টিয়া দৌলতপুরে জাসদ প্রাথর্ীর প্রচার মাইক ভাংচুর আহত ৩

0
239
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে জাসদ (ইনু) প্রাথর্ী শরিফুল কবীর স্বপনের প্রচার মাইক ভাংচুর করেছে দৌলতপুরের এমপি পুত্র কলিন্স ও তার ক্যাডাররা৷ এসময় তারা প্রচারকাজে নিয়োজিত এক দৃষ্টি প্রতিবন্দ্বি সহ ৩ জনকে হাতুড়ি পেটা করে এবং ব্যবহৃত সিএনজিটি ভাংচুর করেছে৷
দৌলতপুর উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক ও জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথর্ী শরিফুল কবীর স্বপন জানান, বুধবার রাত পৌনে ৮ টার দিকে তার কাপ পিরিচ প্রতীকের একটি প্রচার মাইক ভুরকা এলাকা থেকে ফিলিপনগর এলাকায় ফিরছিল৷ সিএনজি টি কোলদিয়াড় পুর্বপাড়া নামক স্থানে পৌছালে দৌলতপুর আওয়ামীলীগের একাংশের নেতা ও দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স তার সহযোগী বাদশা মজনু সহ ২০/২৫ জন ক্যাডার সিএনজি এবং মাইক ভাংচুর করে এবং প্রচারকারী দৃষ্টি প্রতিবন্দ্বি রয়েল (৩৫) এনামূল (৩৮) ও সিএনজি চালক সেলিম (২৬) কে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে৷ শরিফুল কবীর স্বপন আরো জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী তার মনোনীত চেয়ারম্যান প্রাথর্ী ফিরোজ আল মামুনকে জোর করে বিজয়ী করার লক্ষ্যে তাদের ক্যাডারবাহিনী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে৷ উলে-খ্য ফিরোজ আল মামুনের ক্যাডাররা মঙ্গলবার রাতে চেয়ারম্যান প্রাথর্ী নুরুজ্জামান হাবলু মোল্লার বড়গাংদিয়ায় নির্বাচনী অফিস লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে এবং একটি মাইক্রেবাস ভাংচুর করে৷ বুধবার রাতে বিএনপি’র চেয়ারম্যান প্রাথর্ী শহিদুল হক মঙ্গলের বৈরাগীরচরের নির্বাচনী অফিস ভাংচুর করে৷ এবং ঐ এলাকায় বিএনপি প্রাথর্ীর সমসত্ম পোষ্টার ছিড়ে দেয় এবং বিএনপি নেতা আব্দুল বারী ও আমজাদ মেম্বারকে মারপিট করে বিএনপির দলীয় সুত্র জানায়৷ শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারম্নল নাহারকে বুধবার দলের সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে৷ আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রাথর্ী হওয়ায় তাঁর বিরম্নদ্ধে এ সিদ্ধানত্ম গ্রহন করা হয়৷

৫ম দফার এই নির্বাচনে গত ৮ মার্চ অনুষ্ঠিত দলীয় নির্বাচনে বিএনপি উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মন্ডলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়৷ এর পূর্বেই পারম্নল নাহার চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেও এবং পরবতর্ীতে তাঁর মনোনয়নপত্রটি প্রত্যাহার না করায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদের স্বাক্ষরিত ও প্রেরিত এক বার্তায় এই সিদ্ধানত্মটি জানানো হয়৷ বিএনপি হাকিমপুর উপজেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন৷

শেয়ার করুন