আবেদন না করেও নিয়োগ

0
331
Print Friendly, PDF & Email

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সহকারি কেয়ারটেকার পদে আবেদন না করেও নিয়োগ পেয়েছেন এক নারী। অন্যদিকে ওই পদেই লিখিত পরীক্ষায় ৬জন অংশ নিয়ে উত্তীর্ণ হলেও তারা হয়েছেন বঞ্চিত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ০১/০৯/২০১৩ তারিখ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আবেদন করা হয়। গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকারি কেয়ারটেকার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬ জন পুরুষ উত্তীর্ণ হন।

তবে অজ্ঞাত কারণে তাদের কাউকে নিয়োগ না দিয়ে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবীর জেসমিন সুলতানা নামে এক নারীকে নিয়োগ দেন। তিনি পরীক্ষায় অংশ না নিয়েই ওই পদে নিয়োগ পান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত-উল আলম জানান, নারী কেয়ারটেকার পদে আবেদন করা হয়েছিল। তাকে মানবিক কারণে ওই পদে নিয়োগ পদে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি জানান, এতে কোনো অনিয়ম হয়নি, তিনি অন্য পদের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘তিনি সহকারি কেয়ারটেকার পদে আবেদন না করলেও কেয়ারটেকার পদে আবেদন করেছিলেন। তাকে আমরা নিয়োগ দিয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।’

শেয়ার করুন