সাংবাদিক খুশবন্ত সিং আর নেই

0
128
Print Friendly, PDF & Email

শতবর্ষ পূরণের ঠিক এক বছর আগেই ভারতের প্রবীণ সাংবাদিক খুশবন্ত সিং চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। খুশবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের সাহিত্য মহলে শোকের ছায়া। ১৯১৫ সালের ২রা ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের হাদালিতে তার জন্ম । সংবাদপত্রে লেখা তার সাপ্তাহিক কলাম ‘উইথ ম্যালাইস টুওয়ার্ডস ওয়ান এন্ড অল’ খুবই জনপ্রিয় ছিল। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যিক হিসেবেও তিনি সুনাম অর্জন করেন। তার হাত দিয়েই যোজনা পত্রিকা শুরু হয়েছিল। ন্যাশনাল হেরাল্ড ও হিন্দুস্তান টাইমসের সম্পাদনার কাজ করেছেন খুশবন্ত সিং। তার লেখা‘ট্রেন টু পাকিস্তান’, ‘আই শ্যাল নট হিয়ার দ্য নাইটঅ্যাঙ্গেল’ ও ‘দিল্লি’ উল্লেখযোগ্য। ব্যঙ্গধর্মী রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। রাজধানী দিল্লির শিখদের সংস্কৃতি ও দিন গুজরান নিয়েও তিনি গ্রন্থ লিখেছেন। ১৯৮০ থেকে ’৮৬ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। ১৯৭৪ সালে পান পদ্মভূষণ। তবে ৮৪ সালে স্বর্ণ মন্দিরে সেনা অভিযানের প্রতিবাদে ভারত সরকারের দেয়া পদ্ম সম্মান ফিরিয়ে দেন খুশবন্ত। ২০০৭ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়।

শেয়ার করুন