অর্থমন্ত্রীর বক্তব্যে বারাকাতের দ্বিমত

0
142
Print Friendly, PDF & Email

শিগগিরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেসরকারি অংশিদারিত্ব বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, রূপালী ব্যাংকে বেসরকারি অংশীদারিত্ব রয়েছে। বাকি তিনটি ব্যাংকে শিগগিরই বেসরকারি অংশীদারিত্ব দেয়া হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মুহিত বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নিয়মনীতি মানা হয়। কিন্তু পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে। সরকার এতে কোনো খবরদারি করে না।

তবে অর্থমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অনুষ্ঠানের সভাপতি জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেসরকারি শেয়ার বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে বিশ্ব ব্যাংক ও আইএমএফ’র প্রেসক্রিপশন। এটা যদি করা হয় তাহলে অর্থ ব্যবস্থার ওপর সরকারের কর্তৃত্ব কমে যাবে। এর ফলে কিছু লোক সুবিধা নিয়ে ফুলে-ফেঁপে উঠবে। এক সময় তারাই ব্যাংকের মালিক বনে যাবে।

এছাড়া অর্থমন্ত্রী ব্যাংকের ভল্ট চুরিসহ সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে অশনি সংকেত হিসেবে উল্লেখ করেন। ব্যাংকগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে জানিয়ে বলেন, অচিরেই এ সংক্রান্ত নিরাপত্তা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শেয়ার করুন