বিএনপিতে দ্বন্দ্ব, স্বস্তিতে আ.লীগ

0
88
Print Friendly, PDF & Email

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থী হওয়ায় স্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ। ৩১ মার্চ এ উপজেলায় ভোট হবে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক, বিএনপির উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা কমিটির সদস্য আসাদউদ্দিন এবং স্বতন্ত্র মোস্তফা কামাল।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাংশের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির আমীর আবদুর রহমান, আনজুমানে আল-ইসলাহর সভাপতি আবদুস শহীদ এবং স্বতন্ত্র কবিরউদ্দিন, সুরমান আহমদ চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী ও রমাকান্ত গোয়ালা মনোনয়ন দাখিল করেন।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের উপজেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদক রঞ্জিতা শর্মা, বিএনপির উপজেলা কমিটির সদস্য হোসনে আরা বেগম ও বর্তমান ভাইস চেয়ারম্যান আজিবুন খানম।

গত ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপজেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় চেয়ারম্যান পদে সমঝোতার মাধ্যমে বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক, ভাইস চেয়ারম্যান পদে গোপন ভোটের মাধ্যমে কিশোর রায় চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রঞ্জিতা শর্মাকে প্রার্থী নির্ধারণ করা হয়।

এর আগে ৬ ফেব্রুয়ারি বিএনপির বিশেষ সভায় নেতাকর্মীদের মৌখিক সমর্থনে চেয়ারম্যান পদে উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন আহমদকে একক প্রার্থী করা হয়। সভায় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। তবে সভায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর আমীর আবদুর রহমানকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়।

বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন আহমদ মিঠু জানান, জুড়ীতে দলকে তিনি সংগঠিত করেছেন। তাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে একক প্রার্থী করেছেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদউদ্দিন বটল বাংলামেইলকে বলেন, ‘দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন